ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে শেয়ারবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ১০:১৫, ১ মে ২০১৯

অবশেষে শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার সূচকের উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে। সোমবার রাতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বাজার সংশ্লিষ্টদের বৈঠকে প্রেসমেন্ট শেয়ার বাতিলের সিদ্ধান্ত নেয়ার পরেই সূচকের উত্থান ঘটল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই সূচকের উত্থান ঘটে। সারাদিনই সূচকের উত্থান বজায় ছিল। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে রয়েছে ১৮৪৬ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ১৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৬১ লাখ টাকার। এদিন ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯৪টির বা ৫৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৬টির বা ৩০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল পলিমারের। কোম্পানিটির ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৫৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের এবং ১৩ কোটি ৮২ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিসের। সার্বিক লেনদেনের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু সিরামিক, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এ্যাডভেন্ট ফার্মা, এস্কয়্যার নিট কম্পোজিট, বেক্সিমকো ফার্মা ও ন্যাশনাল টিউব। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। সিএসইতে ১৭ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ১৯৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×