ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গণশুনানি

প্রকাশিত: ১১:০৬, ২৫ এপ্রিল ২০১৯

বেনাপোলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গণশুনানি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বাণিজ্য ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে গণশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দর অডিটোরিয়ামে এ গণশুনানি সভা হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) আলাউদ্দিন ফকির বলেন, দেশ আজ আর ৪৮ বছর আগের দেশ নাই। স্বাধীনতার পর থেকে মানুষের নৈতিকতারও আস্তে আস্তে পরিবর্তনের সঙ্গে দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে। একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে প্রয়োজন নৈতিকতা বোধ সততা। নৈতিকতা ও সততা হলো মানুষের কাজ কর্মের শুদ্ধাচার। দেশের আজ অনেক প্রবৃদ্ধি পেয়েছে। মঙ্গা, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দেশ আজ এগিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে।
×