ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধবিমানের চেয়েও দ্রুতগতির গাড়ি

প্রকাশিত: ১১:০১, ২৪ এপ্রিল ২০১৯

যুদ্ধবিমানের চেয়েও দ্রুতগতির গাড়ি

ইতালির একটি কোম্পানি তৈরি করেছে এফ-সিক্সটিন যুদ্ধবিমানের চেয়েও দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রিক গাড়ি। ‘পিনইনফারিনা বাতিস্তা’ নামের এই হাইপার কার ঘণ্টায় ২১৭ মাইল বেগে ছুটতে পারবে। ফর্মুলা ওয়ান গাড়িগুলোর চেয়েও দ্রুতগতিতে ছুটতে পারবে ইলেকট্রিক এই গাড়ি তেমনটাই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি নিউইয়র্কে প্রদর্শন করা হয় ইতালির তৈরি বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন এই ইলেকট্রিক গাড়ি ‘পিনইনফারিনা বাতিস্তা’। এই সুপার স্পিড গাড়িটি তৈরিতে ব্যয় হয়েছে ২ মিলিয়ন পাউন্ড। ফর্মুলা-ওয়ান গাড়ির চেয়েও দ্রুত, এমনকি এফ-সিক্সটিন যুদ্ধবিমানের চেয়েও দ্রুতগতিতে ঘণ্টায় ১৮০ মাইল বেগে ছুটতে পারে এই গাড়ি। যতক্ষণ রাস্তায় ছুটবে, ঘণ্টায় সর্বোচ্চ ২১৭ মাইল বেগে ছুটতে পারবে এই গাড়ি। একবার ব্যাটারি চার্জ করার পর একনাগাড়ে ২৮০ মাইল পর্যন্ত যেতে পারবে এটি। ৪০ মিনিটের মধ্যে গাড়ির ব্যাটারির ৮০ শতাংশ চার্জ দেয়া যাবে। কোম্পানিটির মূল অফিস জার্মানির মিউনিখে হলেও ‘বাতিস্তা’ তৈরি হবে ইতালির তুরিনে গড়ে তোলা কারখানায়। আগামী বছর বাণিজ্যিক ভিত্তিতে এই গাড়ি নির্মাণের কাজ শুরু হলে ‘বাতিস্তা’ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইলেকট্রিক হাইপার গাড়ি হবে। -ডেইলি মেইল
×