ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্চেন্ট ব্যাংকের সুদহার কমানোর প্রস্তাব

প্রকাশিত: ১১:৩৪, ৩ এপ্রিল ২০১৯

মার্চেন্ট ব্যাংকের সুদহার কমানোর প্রস্তাব

আসন্ন বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর হার কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বিদ্যমান ৩৭.৫০ শতাংশ কর হার কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া আরও ৩টি প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার বাজেট প্রস্তাবে বিএমবিএর সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই প্রস্তাব দিয়েছেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। অন্য প্রস্তাবগুলোর মধ্যে লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য মূলধনী লাভের উপরে ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কর হার এবং কমপক্ষে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া কোম্পানিকে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×