ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগেই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দল

ক্যারিবীয় ‘এ’ দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

প্রকাশিত: ১১:৫৭, ২ এপ্রিল ২০১৯

ক্যারিবীয় ‘এ’ দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দলের। কিন্তু গত মাসে ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় বেশকিছু হতাহতের ঘটনার কারণে সেই সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেটি আগেরদিনই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার জানা গেল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেরও আগামী মাসে বাংলাদেশ সফর অনিশ্চিত। এ অনিশ্চয়তার বিষয়টি জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন মূলত আর্থিক সমস্যার কারণেই সফরটি করতে চাইছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী ১০ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল কিউই যুবাদের। সূচী মোতাবেক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু এ বিষয়ে আগেরদিন সিইও নিজামউদ্দিন বলেন, ‘নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দলের সঙ্গে বাংলাদেশ যুব দলের হোম সিরিজ বাতিল করা হয়েছে। কারণ তারা সূচী অনুযায়ী এখনই আসতে পারছে না। নিউজিল্যান্ড বোর্ডের তথ্য মোতাবেক সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি যুব দলের খেলোয়াড়রা। এছাড়া যেহেতু যুবদলে খেলে অল্প বয়সীরা, সেক্ষেত্রে তাদের অভিভাবকদের কাছ থেকেও এক ধরনের আপত্তি এসেছে।’ কিউই যুবাদের বাংলাদেশ সফর বাতিল হওয়ার খবরটি জানার পরদিনই জানা গেল ক্যারিবীয় ‘এ’ দলের সফর নিয়েও অনিশ্চয়তার কথা। আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। তবে সিডব্লিউআই আর্থিক সমস্যার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সিইও নিজামউদ্দিন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু আর্থিক সীমাবদ্ধতা আছে।’ বাংলাদেশ সফরে ৫ ওয়ানডে এবং ৩টি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের।
×