ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রাইস্টচার্চের মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন মুসল্লিরা

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ মার্চ ২০১৯

ক্রাইস্টচার্চের মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন মুসল্লিরা

নিউজিল্যান্ডের মসজিদে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর বর্বর হামলার পর শনিবার এই প্রথমবারের মতো ক্রাইস্টচার্চের প্রধান মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেছেন। এদিকে ভয়াবহ হত্যাযজ্ঞের পর দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। খবর এএফপি’র। অস্ট্রেলীয় বংশোদ্ভূত বন্দুকধারী ব্রেন্টন ট্যারেন্ট জুমার দিনে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালানোর পর তদন্ত ও নিরাপত্তাজনিত কারণে এতদিন আল নুর মসজিদ পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এ ছোট মসজিদে শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলায় ৫০ জন নিহত হয়। এদের মধ্যে কয়েকটি শিশুও ছিল। শনিবার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে মসজিদটি ফের হস্তান্তর এবং স্বল্প পরিসরে মসজিদের কার্যক্রম শুরু করা হয়। আল নুর মসজিদের খাদেম সৈয়দ হাসান বলেন, ‘আমরা ১৫ জন করে মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এটা করা হচ্ছে।’ তবে এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মসজিদ কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।
×