ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পেল দুই জন্ম প্রতিবন্ধী

প্রকাশিত: ০৯:৩৬, ৭ মার্চ ২০১৯

চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পেল দুই জন্ম প্রতিবন্ধী

প্রথমবারের মতো দুইজনের জন্ম শ্রবণপ্রতিবন্ধিতা সারিয়ে তুলতে সক্ষম হয়েছেন একদল চিকিৎসক। জন্ম থেকে কথা বলতে না পারা যমজ দুই ভাই এখন অনর্গল কথা বলতে এবং অন্যের কথা শুনতে পারছে। ব্রিটেনের বাথ শহরে জন্ম নেয়া যমজ জ্যাক ও জাইলান। জন্মের পর দেখা যায়, এই দুই ভাই মায়ের পেটে থাকতে কোন কারণে তাদের কর্ণকুহরে সংক্রমণ ঘটে। এরপর চিকিৎকদের আশঙ্কা ছিল যে, জ্যাক ও জাইলান বড় হয়ে হয়ত শুনতে পারবে না। কয়েক মাস পর চিকিৎকদের আশঙ্কা সত্যি হয়। ছেলে দুটির বাবা-মা শঙ্কিত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একদল ডাক্তার জ্যাক ও জাইলানের চিকিৎসায় এগিয়ে আসেন। এরপর ছেলে দুটির কানে অস্ত্রোপচারের সাহায্যে ছোট্ট একটি যন্ত্র বসিয়ে দিলে পরবর্তীতে তাদের শ্রবণ শক্তি ফিরে আসে। একই সঙ্গে ছেলে দুটি তাদের কথা বলার শক্তিও ফিরে পায়। জ্যাক ও জাইলান এখন সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারছে। ছেলে দুটির মা ডেবোরাহ পেজুতো বলেন, অস্ত্রোপচারের পর ওরা যেন জীবন ফিরে পেয়েছে। আমার ছেলে দুটি শুনতে শুরু করেছে। ছেলে দুটি জন্ম নেয়ার পর আমরা নিউইয়র্ক থেকে ব্রিটেনে ফিরে আসি। তবে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তায় ছিলাম। এরপর চিকিৎসকের শরণাপন্ন হই। বর্তমানে ছেলে দুটি ইংরেজী ও রোমান ভাষায় ভাল মতো যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তৃতীয় ভাষা হিসেবে ফ্রেঞ্চ শিখছে। ডেবোরাহ পেজুতো আরও বলেন, প্রথমবার চিকিৎসকের কাছে গেলে তারা আমাকে চিন্তা করতে নিষেধ করেন। তারপর তারা প্রথমে আমার ছেলে দুটিকে অডিও ভার্বাল থেরাপি ও হেয়ারিং এইড দেন। পরবর্তীতে তাদের কানের ভেতর অস্ত্রোপচারের মাধ্যমে কচলিয়ার প্রতিস্থাপন করেন। তারপর ডাক্তাররা আমাকে অভয় দিয়ে বলেন, এই চিকিৎসার পর ধীরে ধীরে ওরা শ্রবণশক্তি ফিরে পেতে পারে। ছেলে দুটি এখন স্কুলে তাদের বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারছে। ডেইলি সায়েন্স অবলম্বনে।
×