ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেস্টেও ব্যাটিং জৌলুস ছড়াতে চান সাদমান

প্রকাশিত: ১১:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

টেস্টেও ব্যাটিং জৌলুস ছড়াতে চান সাদমান

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশ ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে সবচেয়ে বেশি রানটি করেছেন ওপেনার সাদমান ইসলাম। তিনি ১১৩ বলে ৯ চারে ৬৭ রান করেছেন। ধৈর্য ধরে ব্যাটিং করে দেখিয়েছেন। স্কোরবোর্ডে রানও জমা করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত নবেম্বরে বাংলাদেশের খেলা শেষ টেস্টটিতে অভিষেক হয় সাদমানের। জাতীয় দলের হয়ে জার্সি গায়ে জড়িয়েই প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস উপহার দিয়ে সবার নজর কাড়েন। অভিষেকেই ১৯৯ বলে ৬ চারে করা সাদমানের ৭৬ রানের ইনিংস যেমন আকর্ষণ কুড়িয়েছে। তেমনি শনিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাদমানের নৈপুণ্যও দৃষ্টি কেড়েছে। সাদমান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও এমন নৈপুণ্য দেখাতে চান। ব্যাটিং জৌলুস ছড়াতে চান। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৪১১ রান করেছে। সাদমান ৬৭ রান করার সঙ্গে তামিম ইকবালের সঙ্গে ১১৩ রানের জুটিও গড়েছেন। দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিন বাংলাদেশের ব্যাটিংয়েই শেষ হয়েছে। দিনটি শেষে সাদমান বলেন, ‘আজকে (শনিবার) ব্যাটিংয়ে খুব ভাল আত্মবিশ্বাস এসেছে যে কিভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে ধারণা হয়েছে। আজকে (শনিবার) দলের সবাই খুব ভাল ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি সবাই ভাল বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।’ সঙ্গে যোগ করেন, ‘যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে (শনিবার) প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশাকরি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।’ নিউজিল্যান্ডে অভিজ্ঞ ব্যাটসম্যানরাই নিজেকে মেলে ধরতে পারছেন না। ওয়ানডে সিরিজে তাই দেখা গেছে। সাদমান কিভাবে ব্যাটিংয়ে নৈপুণ্য দেখালেন? প্রশ্ন উঠতেই সাদমান জানান, ‘আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কিভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে।’ ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কথা ভালভাবে কাজে লাগিয়েছেন সাদমান। এবার টেস্টেও নৈপুণ্য দেখাতে চান। বলেছেন, ‘আমি আজকে (শনিবার) চেষ্টা করেছি সেভাবেই খেলতে। টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এরপর ৮ মার্চ দ্বিতীয় ও ১৬ মার্চ তৃতীয় টেস্ট শুরু হবে। প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্স এখন টেস্টেও দেখাক সাদমান সেই আশাই আছে। সাদমানও টেস্টেও ব্যাটিং জৌলুস ছড়াতে প্রস্তুত।
×