ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

প্রকাশিত: ০৯:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ ফেব্রুয়ারি ॥ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জন্য ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী শিশুরা নিজের হাতে তৈরি করেছে শহীদ মিনার, সম্মান জানিয়েছেন ভাষাশহীদের প্রতি। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহাড়ি এলাকায় একতা প্রতিবন্ধী স্কুল ও উন্নয়ন পুনর্বাসন কেন্দ্রে গেলে চিত্রটি চোখে পড়ে। প্রতিবারের মতো এবারও নিজ হাতে কলা গাছ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। এক এক করে মিনারে ফুল দিয়ে ভাষাশহীদরে শ্রদ্ধা জানায় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এর আগে স্কুলের পক্ষ থেকে একটি র‌্যালি বেব করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমাউন কবির, স্কুলের পরিচালক আমিরুল ইসলাম। বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন এবং পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।
×