ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৩:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক ॥ আসন্ন ক্রিকেট বিশ্বকাপে কি পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড? এমন ফিসফাসই শোনা যাচ্ছে বোর্ড মহলে। বলা হচ্ছে, পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গী হানার পরিপ্রেক্ষিতে এই মর্মে আইসিসিকে চিঠি দিতে চলেছে বিসিসিআই। সর্বভারতীয় মিডিয়ার খবর অনুসারে, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত প্রশাসকদের কমিটি বা সিওএ-র চেয়ারম্যান বিনোদ রাই নাকি মঙ্গলবার এই ব্যাপারে চিঠি লিখতে বলেছেন বোর্ডের সিইও রাহুল জোহরিকে। সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার জন্য বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের অনুরোধ থাকার কথা এই চিঠিতে। যাতে লেখা থাকবে যে পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে বাইশ গজে খেলার মানসিকতা ভারতের আর নেই। বিসিসিআই যদি সত্যিই এই চিঠি আইসিসিকে পাঠায়, তবে তা পাকিস্তানের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনিতেই সৌরভ গঙ্গোপাধায়, হরভজন সিংয়ের মতো ক্রিকেটমহলের অতি পরিচিত ব্যক্তিরা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ জুনের ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। বিভিন্ন ক্রিকেট সংস্থা স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে দিয়েছে। মুম্বইয়ের সদর দপ্তর থেকে বিসিসিআইও সরিয়ে ফেলেছে পাক ক্রিকেটারদের ছবি। ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে ভারতের হয়ে এই ইস্যু তোলার কথা রয়েছে রাহুল জোহরির। বোর্ডে এমন ভাবনাও রয়েছে যে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার ব্যাপারটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দেওয়া হোক। সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×