ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিউস্টনে চার পুলিশ গুলিবিদ্ধ, দুই সন্দেহভাজন নিহত

প্রকাশিত: ০৮:৪৭, ৩০ জানুয়ারি ২০১৯

হিউস্টনে চার পুলিশ গুলিবিদ্ধ, দুই সন্দেহভাজন নিহত

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাদক সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে সাদা পোশাকে থাকা চার পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবারের এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আসিভেদো জানিয়েছেন, আহত চার কর্মকর্তার মধ্যে দু’জনের ঘাড়ে গুলি লেগেছে, তাদের অবস্থা সঙ্কটজনক হলেও অস্ত্রোপচারের পর তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অপর দু’জনের মধ্যে একজনের কাঁধে গুলি লেগেছে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। অপরজনের অবস্থা উন্নতির দিকে এবং তিনি হাসপাতালেই আছেন বলে টুইটারে দেয়া বিবৃতিতে জানিয়েছে হিউস্টন পুলিশ। মধ্যপ্রদেশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ মঙ্গলবার প্রথম প্রহরে রাজ্যটির উজ্জয়নী জেলার রামগড় এলাকায় একটি গাড়ির সঙ্গে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। পুলিশের উর্ধতন কর্মকর্তা জয় সি রাম বলেন, উজ্জয়নীতে দুটি গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। নিহতরা নাগদা শহরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানিয়েছেন তিনি। এনডিটিভি
×