ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে শীঘ্রই এসপিভি চালু করছে ইইউ

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ জানুয়ারি ২০১৯

 ইরানের সঙ্গে শীঘ্রই  এসপিভি চালু  করছে ইইউ

মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে বহির্বিশ্বের সঙ্গে ইরানের আর্থিক লেনদেন চালু করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিগগিরই বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা ‘এসপিভি’ চালু করতে যাচ্ছে। কোন কোন ইউরোপীয় সূত্র বৃহস্পতিবার বলেছে, আগামী সোমবার থেকে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াহু নিউজ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির একজন মুখপাত্র ব্রাসেলসে বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য বিশেষ আর্থিক ব্যবস্থা চালুর বিষয়টি অনেকদূর এগিয়েছে এবং তা শিগগিরই চালু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইউরোপীয় কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন জানিয়েছে, ২৮ জানুয়ারি ‘এসপিভি’ চালু করার সিদ্ধান্ত নেয়া হলেও কিছু খুঁটিনাটি বিষয় বাকি থাকায় এটি চালু করার দিনক্ষণ শেষ মুহূর্তে পিছিয়ে যেতে পারে। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে বহির্বিশ্বের অর্থনৈতিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা- এসপিভি শিগগিরই চালু হতে যাচ্ছে। তার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসপিভি চালু করতে দেরি হলে এর যে কোন পরিণতির জন্য ইউরোপকে দায়ী থাকতে হবে।
×