ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী

প্রকাশিত: ১০:২৯, ৩১ ডিসেম্বর ২০১৮

শেরপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ৩টি আসনেই এবারও আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটাধিক্যে জয়ী হয়েছেন। রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা রিটার্নিং কর্মকর্তা আনার কলি মাহবুব বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ২ লক্ষ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ৩ লক্ষ ৪৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা প্রতীকে ২ লক্ষ ৫১ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৯১ ভোট।
×