ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে সুলতান মো. মনসুর জয়ী

প্রকাশিত: ১০:১৬, ৩১ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজারে সুলতান মো. মনসুর জয়ী

অনলাইন রিপোর্টার ॥ মৌলভীবাজারে চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরাম নেতা সুলতান মো. মনসুর জয়লাভ করেছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ি) আসন থেকে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন ১ লাখ ৪৫ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮৫৩ ভোট। মৌলভীবাজার-২ (কুলাউড়া) ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুর পেয়েছেন ৭৯ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের (বিকল্পধারার) প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে ৭৭ হাজার ১৪৭ ভোট পান। মৌলভীবাজার-৩ (সদর- রাজনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নেছার আহমদ ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন বিএনপির এম নাসের রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯৫ ভোট। মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ পেয়ে জয়ী হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৪ হাজার ২১৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেছেন।
×