ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বামী বিক্রির বিজ্ঞাপন

প্রকাশিত: ০৫:৫২, ৩১ ডিসেম্বর ২০১৮

 স্বামী বিক্রির বিজ্ঞাপন

দীর্ঘদিনের দাম্পত্য জীবন। সম্পর্কের খাতিরে জোর করে এতদিন সংসার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক নিয়ে বিরক্ত তিনি। তাই অনলাইনে নিজের স্বামীকে বেচে দেয়ার সিদ্ধান্ত নিলেন জার্মানির হামবুর্গ শহরের ৪০ বছর বয়সী এক নারী। সেই নারীর নাম ডর্তে। সারাবিশ্বে ই-কমার্সের জন্য বিখ্যাত সাইট ‘ইবে’-তে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। আর সেই বিজ্ঞাপনে লিখেছেন, দীর্ঘ সাত বছর বিবাহিত জীবন কাটালেও স্বামীর সঙ্গে আর একাত্ম বোধ করেন না তিনি। তাই নিজের স্বামীকে ছেড়ে দিতে চান। স্বামীকে বিক্রির জন্য বেশি মূল্যও নির্ধারণ করেননি তিনি। যদি কেউ ওই নারীর স্বামীকে কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে মাত্র ১৬ পাউন্ড। বাংলাদেশী টাকায় যা প্রায় দেড় হাজার টাকা। কিন্তু এত কম দামে স্বামীকে বিক্রির বিষয়ে যুক্তিও দিয়েছেন ওই নারী। ডর্তে জানিয়েছেন, ১৬ সংখ্যাটি নাকি তার জন্য লাকি। আর তাই ওই মূল্য নির্ধারণ করেছেন তিনি। যদি এই মূল্যেও কারও অসুবিধা থাকে তাহলে দর কষাকষি করতেও অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি। -ডেইলি মেইল অবলম্বনে।
×