ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বিরাট কোহলির জন্যই জিতবে ভারত’

প্রকাশিত: ০৮:২১, ২৪ ডিসেম্বর ২০১৮

 ‘বিরাট কোহলির জন্যই জিতবে ভারত’

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ইতিহাস সুখকর নয়। তবু এবার ফেবারিট বিরাট কোহলির দল। কারণ প্রতিপক্ষের দুর্বলতা এবং নিজেদের শক্তিমত্তা। দেশ-বিদেশে দারুণ ক্রিকেট খেলা ভারত গত দেড় মৌসুম ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে, অন্যদিকে বহুল আলোচিত বল টেম্পারিংয়ে বড় দুই তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় মাঠ ও মাঠের বাইরে ধুকতে থাকা অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে নাটকীয় জয়ে এগিয়েও গিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ১-১এ সমতা ফিরিয়েছে টিম পেইনের অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে এগিয়ে যাওয়ার লড়াই। চার টেস্টের বহুল আলোচিত সিরিজটা আসলে কারা জিতবে? সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন এই অস্ট্রেলিয়াকে কেউ থামাতে পারবে না। ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের মতে, বিরাট কোহলির জন্যই শেষ পর্যন্ত সিরিজ জিতবে ভারত। ‘টেস্ট সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে ভারতের। পার্থে ওরা ধাক্কা খেয়েছে ঠিকই। কিন্তু তারপরও সিরিজ জিততে পারে। এখানে গুরুত্বপূর্ণ যে বিরাটের মতো অধিনায়ক আছে, যে কিনা আবেগকে সঙ্গে করে মাঠে নামে। লড়াই করার মানসিকতা ওর রয়েছে। সতীর্থদের জয়ের লক্ষ্যে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও কোহলির ভালমতোই।’ বলেন ভিভ। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় দল হারলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ভারত অধিনায়ক। ভিভ অবশ্য কোহলিকে এখনই গ্রেটদের মধ্যে রাখছেন না, ‘আধুনিক যুগের ক্রিকেটারদের মধ্যে কোহলিই আমার ফেবারিট। আমার মনে হয়, কোহলির ক্যারিয়ার শেষ করা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখনই রায় দেয়া ঠিক হবে না। তবে নিশ্চিতভাবেই এখনও দারুণ জায়গায় রয়েছে। ভারত চিরকালই রোলমডেল ব্যাটসম্যান পেয়েছে। সুনীল গাভাস্কার যেমন ভারতীয় ব্যাটসম্যানশিপের গডফাদার। তারপর এসেছে শচীন টেন্ডুলকর। আর এখন বিরাট কোহলি।’ তবে প্রতিক‚ল কন্ডিশনে সিরিজ জয়ের কাজটা যে সহজ হবে না সেটিও মনে করিয়ে দিয়েছেন ভিভ রিচার্ডস, ‘স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারানোটাও খুব কঠিন। বিশেষ করে ওদের ঘরের মাঠে। প্রতিভার অভাব ওরা ঢেকে দিচ্ছে আগ্রাসী মানসিকতা দিয়ে।’ ভিভের ঠিক বিপরীত ধারণা মাইকেল ভনের। তার মতে সিরিজ জিতবে টিম পেনের অস্ট্রেলিয়াই। প্রথম দুই টেস্টে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা থেকে এমনই মনে করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। এ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৬ রানের বড় জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিক অস্ট্রেলিয়া। এই অবস্থায় ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’তে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট নিয়ে ক্রিকেটম হলের আগ্রহ তুঙ্গে। ভনের অবশ্য সিরিজের ফলাফল নিয়ে কোন সংশয় নেই। অস্ট্রেলিয়াই জিতবে বলে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন তিনি। ইংল্যান্ডের এ্যাশেজ জয়ী অধিনায়কের মতে দুই দলের মধ্যে তফাৎ গড়ে দেবেন অফস্পিনার নাথান লেয়ন। দুরন্ত ছন্দে অসি-স্পিনার। দুই টেস্টে ১৬ উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন দু’বার করে। পার্থ টেস্টে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ভন দাবি করেছেন, সিরিজের বাকি দুই টেস্টেও ভনই বাজিমাত করবেন। ভারতকে হারাতে বড় ভ‚মিকা নেবেন তিনিই।
×