ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রয়োজন আর ৬ উইকেট, বিশ্বে বছরের সেরা বোলার হতে দরকার আর ৭

দ্রুততম ১০০ উইকেট শিকারের অপেক্ষায় তাইজুল

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ নভেম্বর ২০১৮

দ্রুততম ১০০ উইকেট শিকারের অপেক্ষায় তাইজুল

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর টেস্টে সবার আলোচনায় আবার স্পিনারদের দিকে। তবে সেদিক থেকে মনোযোগের কেন্দ্রে অবস্থান করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪ বছরের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ভাল সময় কাটাচ্ছেন এই মুহূর্তে ২৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। চলতি বছরে তিনি মাত্র ৬ টেস্টের ১১ ইনিংসে শিকার করেছেন ৪০ উইকেট। এ বছর বোলিং নৈপুণ্যে সারাবিশ্বে তার অবস্থান চার নম্বরে। তবে ফর্ম এখন যে তুঙ্গস্পর্শী তাতে করে আজ থেকে শুরু মিরপুর টেস্টে তিনি সারাবিশ্বেরই সেরা হতে পারেন বোলিং নৈপুণ্যে। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৯ টেস্টের ১৮ ইনিংসে ৪৬ উইকেট নিয়েছেন এ বছর। তাকে ছাড়িয়ে যেতে মাত্র ৭ উইকেট দরকার তাইজুলের। আর মাত্র ৬ উইকেট হলে বাংলাদেশের পক্ষে একটি অনন্য রেকর্ডও গড়বেন। ১০০ উইকেট পেতে মোহাম্মদ রফিকের লেগেছিল ৩৩ টেস্ট আর সাকিব আল হাসানের ২৮ টেস্ট। ক্যারিয়ারের ২৩তম টেস্টেই তা ছুঁয়ে দেশের দ্রুততম বোলার হওয়ার সুযোগ তাইজুলের।
×