ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার

প্রকাশিত: ০২:৪৫, ২৯ নভেম্বর ২০১৮

বাঁশখালীতে মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের হুজুইত্যা পাড়া এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে মামলা করায় দীর্ঘ ৬ মাস যাবৎ ঘর বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক অসহায় পরিবার। ক্ষতিগ্রস্থ এলাকার মৃত আছরজ্জমান এর পুত্র আবদুল গফুরের বসত ভিটার জায়গা জোর পূর্বক দখল নেয়ার ঘটনায় বিভিন্ন সময়ে থানায় ও আদালতে একাধিক মামলা দায়েরের জের ধরে প্রতিপক্ষ মৃত অলি আহমদের পুত্র দিদারুল হক গং এর প্রাণ নাশের হুমকিতে বসতঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এই অসহায় পরিবার। মামলার জের ধরে প্রতিপক্ষগণ বহিরাগত একাধিক সন্ত্রাসীর দল ক্ষতিগ্রস্থ এই অসহায় পরিবারের বসত ঘর দখল করে রেখেছে। থানা পুলিশ ও আদালতের মামলার সুরাহা ও ক্ষতিগ্রস্থ পরিবার প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। সর্বশেষ কোন উপায় না দেখে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় সংবাদকর্মীদের কাছে শরণাপন্ন এই অসহায় পরিবারটি। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বৈলছড়ি ইউপি’র চেচুরিয়া গ্রামের হুজুইত্যা পাড়া এলাকার আছরজ্জমার পুত্র আবদুল গফুর এর বসত ভিটার জায়গা দখল ও প্রাণ নাশের হুমকিতে এলাকা ছাড়া হয়ে গত বিভিন্ন তারিখে থানার মামলা নং- ২৮৪/১৭ ও সি,আর মামলা নং- ৩৩১/১৭, ৮০/১৭, ১৬/১৭, দখলকারী প্রতিপক্ষ দিদারুল হকের বিরুদ্ধে দায়ের করে। এরই প্রেক্ষিতে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র নিয়ে দিদারুল হক গং এই অসহায় পরিবারের উপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে। নির্যাতন সইতে না পেরে প্রাণ বাঁচাতে গত ৬ মাস যাবৎ নিজ পৈত্রিক বসত ভিটা ফেলে পালিয়ে বেড়াচ্ছে এই অসহায় পরিবারটি।
×