ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চালকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৪০, ২৮ নভেম্বর ২০১৮

চালকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শিমরাইল আন্তঃজেলা ট্রাক টার্মিনালে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক ও হেলপারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক গণপরিবহনের চালক ও হেলপার অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (ট্রাফিক) আবদুর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মোহাম্মদ শরীফ-উল-আলম, এটিএসআই শাহজাহান, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সেন্টু বেপারী, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার ও আফাজউদ্দিন প্রমুখ। ফ্রি প্রাণী চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৭ নবেম্বর ॥ সেনাবাহিনীর ফ্রি প্রাণীর চিকিৎসা সেবা পেল হাজারও গ্রামবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার গড়পাড়া গ্রামের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল কর্তৃক গবাদি প্রাণী ও হাঁস-মুরগির দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গ্রামবাসী এ চিকিৎসা সেবা গ্রহণ করে। সকালে লেঃ কর্নেল রেজাউল করিম পি.এম.সি আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদুল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন সরদার, মেজর মোক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।
×