ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাপল পণ্য বিক্রি শুরু করেছে এ্যামাজন

প্রকাশিত: ০৪:১৭, ২৫ নভেম্বর ২০১৮

 এ্যাপল পণ্য বিক্রি শুরু করেছে এ্যামাজন

চুক্তি অনুযায়ী সরাসরি এ্যাপলের কিছু পণ্য বিক্রি শুরু করেছে এ্যামাজন। প্রাথমিকভাবে ম্যাক, ম্যাকবুক, আইপ্যাড, এ্যাপল ওয়াচ এবং এ্যাপল টিভি উঠেছে এ্যামাজন সাইটে। কিন্তু এই তালিকায় যোগ হয়নি আইফোন। এর আগেও এ্যাপল পণ্য বিক্রি করেছে এ্যামাজন। কিন্তু তা করা হয়েছে তৃতীয় পক্ষের বিক্রেতার মাধ্যমে। ফলে এ্যামাজন সাইটে এ্যাপল পণ্যের দাম প্রায়ই ওঠানামা করত। সম্প্রতি নতুন চুক্তির মাধ্যমে তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি এ্যাপল পণ্য বিক্রির অনুমোদন পায় এ্যামাজন। এ্যাপল পণ্যের পাশাপাশি এ্যাপল মালিকানাধীন বিটস ব্র্যান্ডের পণ্যও পাওয়া যাবে এ্যামাজন সাইটে। চুক্তিতে এ্যাপলের সব পণ্য বিক্রি করবে না এ্যামাজন। স্বাভাবিকভাবেই এ্যামাজনের এআই স্পিকার ইকোর প্রতিদ্বন্দ্বী এ্যাপলের হোমপড নেই এই চুক্তিতে। চুক্তির শর্ত অনুযায়ী এখন অ্যাপল বা অ্যাপল অনুমোদিত বিক্রেতা হতে হবে প্রতিষ্ঠানগুলোকে। -অর্থনৈতিক রিপোর্টার
×