ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে মা ও স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রকাশিত: ০৪:০৯, ১৬ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জে মা ও স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ নবেম্বর ॥ জেলার পাকুন্দিয়ায় গর্ভধারিণী মা ও স্ত্রীকে হত্যার দায়ে মামলার একমাত্র আসামি ছাবেদ উল্লাহকে (৫৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও রায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ.জি.এম আল মাসুদ আসামির উপস্থিতিতে উপরোক্ত রায় দেন। জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে দ-প্রাপ্ত ছাবেদ উল্লাহ স্ত্রীর পরকীয়ার জেরে ২০০৩ সালের ২৭ জুন রাতে স্ত্রী চার সন্তানের জননী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় পুত্রবধূকে রক্ষা করতে এগিয়ে গেলে মা জহুরা খাতুনকেও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক ছাবেদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সংযোগ পাচ্ছে সন্দ্বীপ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুত সংযোগ পাচ্ছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের জনসাধারণ। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষামূলকভাবে শুরু হয় বিদ্যুত সরবরাহ। এ প্রক্রিয়া সফল হলে আগামী সপ্তাহের মধ্যে ২ হাজার ৩শ’ গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিডিপি) সূত্রে জানা যায়, সীতাকু- সাবস্টেশন থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলে নদীর তলদেশ দিয়ে সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় গ্রিডের বিদ্যুত গিয়ে পৌঁছে সন্দ্বীপের বাউরিয়া সাবস্টেশনে। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষামূলকভাবে সন্দ্বীপে সংযোগ প্রদান করা হয়। তবে সন্দ্বীপবাসীর পুরোদমে বিদ্যুত সরবরাহ পেতে এক সপ্তাহ সময় লাগবে। পর্যায়ক্রমে পুরো সন্দ্বীপকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে। বিদ্যুত বিভাগ সূত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলায় বসবাস ২ লাখ ৭৮ হাজার মানুষের। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৪৭ বছরে সন্দ্বীপ ছিল জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বঞ্চিত। এই প্রথম গ্রিডের বিদ্যুত পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী।
×