ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা-৪ আসনে মমতাজকে মনোনয়নের দাবি প্রবাসীদের

প্রকাশিত: ০৪:১৩, ৩০ অক্টোবর ২০১৮

নেত্রকোনা-৪ আসনে মমতাজকে মনোনয়নের দাবি প্রবাসীদের

শেখ হাসিনা সম্প্রতি সৌদি সরফরকালে জেদ্দা কনস্যুলেট নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে এক মতবিনিময় সভায় আগামী নির্বাচনে প্রবাসীদের সাহায্য কামনা করেন। উক্ত নির্দেশনার আলোকে শেখ হাসিনার অনুমোদিত জেদ্দার ঐতিহ্যবাহী আওয়ামী সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ ও জেদ্দা আওয়ামী পরিবারের সার্বিক সহযোগিতায় স্থানীয় এক হোটেলে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের বিদায়ী সভাপতি-মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রীর সফর উপলক্ষে জেদ্দা অবস্থানকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার যুবলীগ সভাপতি এ্যাড. শামিম হাসান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ ফরাজী, শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন আহমেদ, আওয়ামী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ফজলুল কবির ভিকু ও অওয়ামী পরিষদের যুগ্ম সম্পাদক শামিম চৌধুরীসহ মক্কা ফ্রেন্ডস অব বাংলাদেশ ও যুবলীগ নেতৃবৃন্দসহ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য করণীয় নির্ধারণসহ প্রচার সেল গঠনের সুপারিশ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষে আগামী নির্বাচনে মমতাজ চৌধুরীকে নেত্রকোনা-৪ আসনে মনোনয়নদানের জন্য শেখ হাসিনা বরাবর আবেদন জানান। উল্লেখ্য, মমতাজ দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ করে ইতোমধ্যে আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। -বিজ্ঞপ্তি
×