পাকিস্তানের সাবেক বিচারক সিকান্দার হায়াতের (৮২) নামে ২২২৪টি নথিভুক্ত গাড়ি পাওয়া গেছে। সম্প্রতি সিকান্দার হায়াতের কৌঁসুলি মইন জাফর সুপ্রীমকোর্টকে এ বিষয়টি জানান। কয়েকদিন আগে একটি চালান আসে তার নামে। এরপরই বিষয়টি নিয়ে আদালতে যান তিনি। অভিযোগ পাওয়ার পর আদালত পাঞ্জাবের শুল্ক দফতরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে –ডন
বিচারকের ২২২৪টি গাড়ি!
প্রকাশিত: ০৩:৪৭, ২৯ অক্টোবর ২০১৮
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: