ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয় পেয়েছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ অক্টোবর ২০১৮

জয় পেয়েছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচেই ফলাফল হয়েছে। প্রথম স্তরের শেষদিনের চমকে খুলনা বিভাগকে ৮ উইকেটে রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগকে ৫ রানে রংপুর বিভাগ হারিয়ে দেয়। অপরদিকে, দ্বিতীয় স্তরেও হয়েছে নাটকীয়তা। ঢাকা মেট্রোপলিসকে মাত্র ৩ রানে হারিয়ে দেয় সিলেট বিভাগ। আর মুমিনুলের ১১৫ বলে করা ১১১ রানের অপরাজিত ইনিংসে চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে হারিয়ে দেয় ঢাকা বিভাগকে। এদিন বোলিংয়ে উল্লেখযোগ্য নৈপুণ্যে ৫ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। প্রথম ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন টেস্ট দলে ডাক পাওয়া ২৬ বছর বয়সী এ সিলেটী তরুণ। প্রথম স্তর ॥ রংপুর গার্ডেনে ২৩০ রানের জয়ের লক্ষ্য ছিল বরিশালের। আগের দিন ৩ উইকেটে ৭১ রান করে অনেকখানি এগিয়ে গেলেও চতুর্থ ও শেষদিনে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে। আলআমিন ৫২ ও নুরুজ্জামান ৪৬ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। রবিউল হক ৪, শুভাশিষ রায় ও সঞ্জিত সাহা দুটি করে উইকেট নিয়ে রংপুরকে ৫ রানের অবিশ্বাস্য জয় এনে দেন। শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-রাজশাহীর ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু চতুর্থ দিন সকালেই মোড় ঘুরে যায়। রাজশাহী প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়ে থেকে ইনিংস শেষ করে ৪৩১ রানে। পরে খুলনা মাত্র ১৫৮ রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায়। ফরহাদ রেজা ৪টি এবং শফিউল ইসলাম ও মুক্তার আলী ৩টি করে উইকেট নেন। মাত্র ৩৭ রানের জয়ের লক্ষ্যটা ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে রাজশাহী। পেসার আলআমিন হোসেন উইকেট দুটি শিকার করেন। উভয় দলেরই এটি চলতি আসরে প্রথম জয়। তবে শীর্ষে রাজশাহী ২২.৮১ পয়েন্ট নিয়ে। রংপুরের পয়েন্ট ১৭.৯৩। দ্বিতীয় স্তর ॥ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নাটকীয়ভাবে সিলেট ৩ রানে হারিয়ে দেয় ঢাকা মেট্রোপলিসকে। ১৯৭ রানের জয়ের লক্ষ্যে আগের দিন ১ উইকেটে ২৮ রান তোলা মেট্রোর দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৩ রানে। অথচ ওপেনার সাদমান ইসলাম ৯২ বলে ১০ চারে ৭৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। পেসার খালেদ ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তাদের ধসিয়ে দিয়ে সিলেটের জয় নিশ্চিত করেন। এবাদত হোসেন ও এনামুল জুনিয়র দুটি করে উইকেট নেন। প্রথম এ জয় তুলে নেয়ার পরও ১৪.৬২ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট এবং ২০.৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মেট্রো। অপর ম্যাচে, ঢাকার বিপক্ষে ২০২ রানের জয়ের লক্ষ্যে নেমে আগের দিনই ২ উইকেটে ১১৩ রান তুলেছিল চট্টগ্রাম। সেখানে আর বিপত্তি ঘটেনি। মুমিনুল বিধ্বংসী এক ইনিংস উপহার দেন। তিনি ১১৫ বলে ১১ চার, ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন। তাসামুল ১১০ বলে ১৩ চার, ১ ছক্কায় খেলেন হার না মানা ৮৯ রান। ২ উইকেটে ২০৫ রান তুলে ৮ উইকেটের এ প্রথম জয়ে ১৫.৫ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের দুইয়ে চট্টগ্রাম।
×