ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট রাজনীতিতে প্রভাব ফেললেও নির্বাচনে জিতবে আওয়ামী লীগই ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫০, ২৬ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্ট রাজনীতিতে প্রভাব ফেললেও নির্বাচনে জিতবে আওয়ামী লীগই ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিরোধী দল (বিএনপি) সঙ্গে আছে বলে জাতীয় ঐক্যফ্রন্ট দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে। তবে নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। ফ্রন্টভুক্ত দলগুলো ইতোমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সার্কিট হাউসের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাঁও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত সেটা নির্মিত হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ বিএনপির সঙ্গে জোট করে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার কথা বলছেন- এমন বক্তব্যকে ‘হিপোক্রেসি’ মনে করেন অর্থমন্ত্রী। এ ধরনের কথাবার্তা ‘মুনাফিকী’ বলেও মনে করেন তিনি। বুধবার সিলেট রেজিস্ট্রারি মাঠে জনসভা করে সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। এতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জনগণের ক্ষমতা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনবে এই জোট। ড. কামালের এই বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আই হেব ফুলি ওয়ান কমেন্টম ফর দিস, টোটাল রাবিশ’। অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ স্থানীয় কাউন্সিলররা বক্তব্য রাখেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেয়র আরিফকে উদ্দেশ্য করে বলেন, সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। এটি স্বীকার করতেই হবে।
×