ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন রাজী হাসান

প্রকাশিত: ০৪:০৬, ২৪ অক্টোবর ২০১৮

বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন রাজী হাসান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রধান কর্মকর্তার কাজের বিষয়ে বলা হয়েছে, তিনি যাবতীয় প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পূর্বানুমোদন নেবেন। প্রধান কর্মকর্তা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত তথ্যাদি অনুরোধের পরিপ্রেক্ষিতে বা প্রয়োজন মোতাবেক স্ব-উদ্যোগে সরকারী অন্য কোনও সংস্থাকে সরবরাহ করতে পারবে। ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ অনুযায়ী আবু হেনা মোহাঃ রাজী হাসানের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এ প্রদত্ত ক্ষমতা ও কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠনের কথা বলা হয়।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি
কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে
দুবাইয়ে গ্রেপ্তার হননি আরাভ খান
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
একনেকে ৯ প্রকল্প অনুমোদন
দেশবরেণ্য ভাস্কর শামীম শিকদার আর নেই
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ৬ এপ্রিল
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি