ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন রাজী হাসান

প্রকাশিত: ০৪:০৬, ২৪ অক্টোবর ২০১৮

বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন রাজী হাসান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রধান কর্মকর্তার কাজের বিষয়ে বলা হয়েছে, তিনি যাবতীয় প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পূর্বানুমোদন নেবেন। প্রধান কর্মকর্তা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত তথ্যাদি অনুরোধের পরিপ্রেক্ষিতে বা প্রয়োজন মোতাবেক স্ব-উদ্যোগে সরকারী অন্য কোনও সংস্থাকে সরবরাহ করতে পারবে। ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ অনুযায়ী আবু হেনা মোহাঃ রাজী হাসানের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এ প্রদত্ত ক্ষমতা ও কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠনের কথা বলা হয়।
×