ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১ লাখ ডলারের হুইস্কি

প্রকাশিত: ০৪:৩৫, ৬ অক্টোবর ২০১৮

 ১১ লাখ ডলারের হুইস্কি

স্কটল্যান্ডের এডিনবার্গের একটি নিলামে এক বোতল ম্যাকালান ব্র্যান্ডেড হুইস্কি ১১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ম্যাকালান ব্র্যান্ডেড হুইস্কিটি ১৯২৬ সালে বোতলজাত করা হয় এবং ১৯৮৬ সালে এশিয়ার এক ব্যক্তি তার ফোনের বিনিময়ে সেটি সংগ্রহ করেন। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এই হুইস্কির বোতলটি ডিজাইনার ভেলেরিও এ্যাডামির তৈরি ও তার স্বাক্ষরিত হওয়ার কারণেই সুখ্যাতি রয়েছে। এ্যাডমি বিটলসের ‘সার্জেন্ট পিপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’ এ্যালবামেরও সহ-স্বাক্ষরদাতা ছিলেন। এজন্য হুইস্কির বোতলটিকে ব্যান্ডটির জন্য রাখা হয়েছিল। এ্যাডমি স্বাক্ষরিত বোতলটি ১৯৯৪ সালে ২৭ হাজার ডলারে বিক্রি করা হয়। নিলামে ১১ লাখ ডলার দাম ওঠায় এটি সবচেয়ে ব্যয়বহুল হুইস্কি হয়ে উঠেছে। -ইউপিআই
×