ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেয়র লিটন রাসিকের দায়িত্ব নেবেন ৭ অক্টোবর

প্রকাশিত: ২২:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮

মেয়র লিটন রাসিকের দায়িত্ব নেবেন ৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী ৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। খুলনা থেকে রাজশাহী ফিরে আজ বৃহস্পতিবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। লিটন বলেন, আগামী ৭ অক্টোবর আমার দায়িত্বগ্রহণ করার তারিখ নির্ধারিত হয়েছে। সেদিনই আমি অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। তিনি বলেন, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও খুলনার মেয়র আসবেন। দায়িত্ব নেয়ার পর পুরো শহরকে আবার ঢেলে সাজানোর কাজ শুরু করব। তিনি বলেন, রাজশাহীকে দেশের সেরা শহরে পরিণত করতে চাই। প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজশাহী সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। আগামী ৭ অক্টোবর লিটন দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।
×