ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না : ওবায়দুল কাদের

রাজন ভট্টাচার্য চট্টগ্রাম থেকে ॥ আওয়ামী লীগের দ্বিতীয় দিনের নির্বাচনী সড়কযাত্রা চট্টগ্রাম শহরের শাহ্ আমানত শাহ্ মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। তারপর চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্রসিং এলাকার এসআর স্কয়ার সংলগ্ন মাঠে আয়োজিত সভায় নৌকার পক্ষে ভোট চান কেন্দ্রীয় নেতারা।ঐক্য ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে এলাকার সব আসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় নেতা-কর্মীরা। পদসভায় প্রধান অথিতির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোন জাতীয় ঐক্য হতে পারে না,জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক ঐক্যের কোন গ্রহণযোগ্যতা দেশে নেই। চট্টগ্রামের মানুষ বিএনপিকে আর চায় না এমন মন্তব্য করে তাদের বলেন, জাতিসংঘের বৈঠক নিয়ে মিথ্যাচারের মধ্য দিয়ে প্রমান হয় বিএনপি একটি ভুয়া রাজনৈতিক দল। এই প্রতারক দল ক্ষমতায় আসলে দেশে গনতন্ত্র সুশাসন থাকবে না ও উন্নয়ন হবে না।বিএনপির গুজব,সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তাদের আন্দোলনে জনগণ আর সাড়া দেবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই সাংগঠনিক সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।
×