ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনায় চালকবিহীন গাড়ি

প্রকাশিত: ০৭:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

দুর্ঘটনায় চালকবিহীন গাড়ি

এ্যাপলের মালিকানাধীন একটি চালকবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনায় পড়া গাড়িটি ছিল একটি পরিবর্তিত লেক্সাস আরএক্স৪৫০এইচ। গাড়িটিতে ছিল স্বয়ংক্রিয় সেন্সর ব্যবস্থা। দুর্ঘটনায় পড়ে গাড়িটির মেশিনে মাঝারি মানের ক্ষতি হয়েছে। তবে, গাড়ির ভেতরে থাকা যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানানো হয়েছে। এ্যাপলের এই গাড়িটি অত্যন্ত উচ্চাভিলাষী একটি প্রকল্পের অংশ। যার নাম ‘প্রজেক্ট টাইটান’। -বিবিসি বরফ গলা পর্যবেক্ষণে স্যাটেলাইট মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার মহাকাশে পাঠাচ্ছে এমন এক অত্যাধুনিক স্যাটেলাইট, যা পৃথিবীর মেরু অঞ্চলে জমাট বরফ গলে যাওয়ার বিষয়টা পর্যবেক্ষণ করবে। নতুন এই স্যাটেলাইটের নাম দ্য আইস, ক্লাউড এ্যান্ড ল্যান্ড ইলাভেশন স্যাটেলাইট ২ (আইস স্যাট-২)। এই স্যাটেলাইট থেকে পৃথিবীতে থাকা বরফ, বিশেষ করে গ্রিনল্যান্ড ও এ্যান্টার্কটিকার জমাট বাঁধা বরফের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। -ওয়েবসাইট
×