ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হজে গিয়ে নিখোঁজ বাগেরহাটের আজিজার

প্রকাশিত: ০৬:২৭, ২৮ আগস্ট ২০১৮

হজে গিয়ে নিখোঁজ বাগেরহাটের আজিজার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ আজিজার রহমান গোলদার নামে এক ব্যক্তি ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন। গত ২০ আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার জামাতা শাহ আলম শিপন জানান। নিখোঁজ আজিজারের পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগস্ট রাতে মিনা থেকে মোঃ আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার সফর সঙ্গী অন্য হাজীদের সঙ্গে কথা বলে জানতে পারেন মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। দু’দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় সফর সঙ্গী অন্য হাজীরা মক্কায় চলে যান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজিজারের জামাতা শিপন বলেন, এখন পর্যন্ত তার শ্বশুরের কোন হদিস না পাওয়ায় তাদের পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। তিনি বেঁচে আছেন কি না, তাও বলতে পারছেন না তারা। ৭৫ বছর বয়সী আজিজার রহমান গোলদার বাংলাদেশ থেকে খুলনার ‘লিমা ট্রাভেলস এজেন্সির’ মাধ্যমে গত ১৪ আগস্ট পবিত্র হজ পালনে সৌদি আরবে যান বলে জানা গেছে।
×