ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার নামে অর্থ গ্রহণ ॥ চট্টগ্রামে প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৪, ২৭ আগস্ট ২০১৮

 চাকরি দেয়ার নামে  অর্থ গ্রহণ ॥  চট্টগ্রামে প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুল হক ওরফে চৌধুরী আকাশ নামের এই ব্যক্তিকে শনিবার রাতে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রাউজান থানা পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক শিক্ষকের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মণি রক্ষিত নামের এক প্রত্যাশীর কাছ থেকে ২ লাখ টাকা উৎকোচ গ্রহণ করে। জালিয়াতির মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র সরবরাহ এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ম্যানেজ করে চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রলোভন দেখানো হয় প্রার্থীকে। এ জন্য এই প্রতারক ৪ লাখ টাকা দাবি করেছিল। এর মধ্যে ২ লাখ টাকা গ্রহণ করে বাকি অর্থ পরে গ্রহণের কথা ছিল। কিন্তু এ ব্যক্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রশ্নের সাজেশন দিতে থাকে। আচরণে সন্দেহ হলে চাকরিপ্রত্যাশী মণি রক্ষিত বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার কাছে লিখিতভাবে জানিয়ে প্রতিকার চান। পরে আকাশের কথাবার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া বিভিন্ন পোস্ট দেখে নিশ্চিত হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
×