ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা সভায় বক্তারা

পাহাড়ে সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশ্ত করা হবে না

প্রকাশিত: ০৭:৫১, ২৫ আগস্ট ২০১৮

 পাহাড়ে সন্ত্রাস ও  নৈরাজ্য বরদাশ্ত  করা হবে না

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পাহাড়ে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি আর বরদাশ্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। তারা আঞ্চলিক দলগুলোকে চাঁদাবাজি ও সন্ত্রাস ছেড়ে দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। গত ১৮ আগস্ট খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলাসহ সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। খাগড়াছড়ি সার্কিট হাউসে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গির কবির তালুকদার, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পুলিশের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান।
×