ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধর্ষণের পর শিশু হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ জুলাই ২০১৮

ধর্ষণের পর শিশু হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

পাবত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলার দীঘিনালার নয়মাইল নামক এলাকায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে খাগড়াছড়ি। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্রছাত্রী ও মারমা স্টুডেন্টস ফোরাম বিক্ষোভ বের করে। বিক্ষোভটি শহর প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক নিয়ং মারমা, পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ কমিটির সদস্য সমর চাকমা, সমাজতান্ত্রিক দলের সদর শাখার আহ্বায়ক কবির হোসেন প্রমুখ। এসব প্রতিবাদ কর্মসূচী থেকে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠিন কর্মসূচী ঘোষণণার হুঁশিয়ারি দেয়া হয়। ইতোপূর্বে ধর্ষণের ঘটনায় জড়িতরা ছাড় পেয়ে যাওয়ায় ধর্ষণের ঘটনা বাড়ছে বলেও বক্তারা অভিযোগ করেন। উল্লেখ্য, শনিবার রাতে ওই এলাকার একটি সেগুন বাগান থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্নাতকোত্তরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শফিউল আলম জানান। বরখাস্তকৃত শিক্ষক রমজান আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জানান, গত বছরের ২০ জুলাই রমজান আলীর বিরুদ্ধে এমএস অধ্যয়নরত এক ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনাটি প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
×