ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনাবাসীর স্বপ্নের রেল চালু

প্রকাশিত: ০৪:৩৬, ১৬ জুলাই ২০১৮

পাবনাবাসীর  স্বপ্নের রেল  চালু

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ জুলাই ॥ দীর্ঘ ৪৬ বছর পর পাবনাবাসীর স্বপ্নের রেল ‘পাবনা এক্সপ্রেস’ রবিবার চালু হয়েছে। রবিবার সকাল ৫টা ৪৫ মিনিটে ঈশ্বরদী থেকে এ ট্রেনটি পাবনা নবনির্মিত স্টেশনে ৬টা ৪৫ এ পৌঁছে। সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। সকালে রেলটি পাবনা আসার খবরে শতশত মানুষ স্টেশনে হাজির হন। ট্রেনটি যখন ছেড়ে যায় তখন দু’পাড়ের অসংখ্য মানুষ হাত নেড়ে উল্লাস প্রকাশ করে। ইতিহাসের এ দুর্লভমুহূর্ত ক্যামেরাবন্দী করতে দর্শকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। রেলওয়ে পূর্ব থেকে রেল চালুর ঘোষণা না দেয়ায় অনেক মানুষের মুখে ক্ষোভ দেখা যায়। এ সব বিক্ষুব্ধ মানুষ জানিয়েছে, রবিবার থেকে রাজশাহী অভিমুখে প্রথম রেল চলাচল করবে এ খবর তারা জানলে অবশ্যই ইতিহাসের সাক্ষী হতে তারা রেলে ভ্রমণ করতেন। তারপরেও পাবনাবাসীর দীর্ঘকালের প্রাণের দাবি রেল চালু হওয়ায় তারা অত্যন্ত উল্লসিত।
×