ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিপক্ষকে ফাঁসাতে কন্যাকে হত্যা ॥ পিতার মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৩০, ১৬ জুলাই ২০১৮

প্রতিপক্ষকে ফাঁসাতে কন্যাকে হত্যা ॥ পিতার মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ জুলাই ॥ প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশে নিজ শিশুকন্যাকে হত্যার দায়ে এক পাষ- পিতাকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। রবিবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আবুল কাশেম। তিনি পূর্বধলা উপজেলার ধোবাহুগলা গ্রামের আব্দুল গণির ছেলে। আদালত সূত্র জানায়, আসামি আবুল কাশেম পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে তার নিজ কন্যা নাসিমাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করে কাশেম। দু’দিন পর (১২ অক্টোবর) সে নিজেই বাদী হয়ে প্রতিপক্ষের ছয়জনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ কাশেমকে আসামি সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। আবুল কাশেম জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছেন।
×