ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোনাস দিয়ে মূলধন বৃদ্ধির হার বেড়েছে

প্রকাশিত: ০৪:২৩, ২ জুলাই ২০১৮

বোনাস দিয়ে মূলধন বৃদ্ধির হার বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বোনাস দেয়ার হার বেড়েছে। আলোচ্য অর্থবছরে বিভিন্ন খাতের মোট ১৪৮টি কোম্পানি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি করেছে। গত অর্থবছরে বিভিন্ন খাতের মোট ১১৭টি কোম্পানি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি করে। সেই হিসেবে এর আগের বছরের তুলনায় আরও ৩১ কোম্পানি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি করল। ডিএসই সূত্র অনুযায়ী, ১৪৮ কোম্পানি ৪ হাজার ২৭৯ মিলিয়ন বোনাস শেয়ার ইস্যু করে ৪২ হাজার ৭৭২ মিলিয়ন টাকা মূলধন বৃদ্ধি করেছে। এর আগের অর্থবছরে ১১৭টি কোম্পানি ১ হাজার ৮৮৩ মিলিয়ন বোনাস শেয়ার ইস্যু করে ১৮ হাজার ৯৮১ মিলিয়ন টাকা মূলধন বৃদ্ধি করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের ২১টি, আর্থিক খাতের ১২টি, প্রকৌশল খাতের ২৩টি, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৬টি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৬টি, পাট খাতের ১টি, বস্ত্র খাতের ২৬টি, ওষুধ ও রসায়ন খাতের ১২টি, সেবা ও আবাসন খাতের ২টি, সিমেন্ট খাতের ১টি, আইটি খাতের ৪টি, ট্যানারি খাতের ২টি, সিরামিক খাতের ৩টি, বীমা খাতের ২৩টি এবং বিবিধ খাতের ৬টি কোম্পানি রয়েছে। বর্তমানে ডিএসইতে মোট ৩০৫টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ট্রেজারি বন্ড ২২১টি, মিউচুয়াল ৩৭টি, ডিবেঞ্চার ৮টি এবং কর্পোরেট বন্ড ১টি তালিকাভুক্ত রয়েছে।
×