ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে জিহাদী বইসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৫, ২৯ জুন ২০১৮

চাঁপাইয়ে জিহাদী বইসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার চটিগ্রাম এলাকার একটি পিয়ারা বাগান থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের বিশারদ আলীর ছেলে হারুনর রশিদ (৪৮), চাকলা গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৫৬) ও কয়লাদিয়াড় গ্রামের শামসুদ্দীনের ছেলে গোলাম আজম (৩৯)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চটিগ্রাম এলাকার একটি পিয়ারা বাগান থেকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সক্রিয় সদস্য হারুন, আব্দুর রহমান ও আজমকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪টি জিহাদী বই, ২টি জিহাদী ম্যাগাজিন, ১টি মোবাইল সেট, ১টি সিমকার্ড, ২টি টর্চলাইট, ২টি গ্যাস লাইটার, ২টি মোমবাতি, সিগারেটসহ ২টি প্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। সাতক্ষীরায় মাদক বিক্রেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় মাদক বিক্রেতার দুই গ্রুপ-এর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের মাদক বিক্রেতাকে। বুধবার গভীর রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তিন রাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে। আহত মাদক বিক্রেতা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলাম (ময়রার) ছেলে। জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন মাদক বিক্রেতার সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি এলাকার ও বিভিন্ন জায়গার মাদক বিক্রেতাদের সাথে তার মনোমালিন্য হয়। সে প্রতিপক্ষ মাদক বিক্রেতাদের মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেয়। বুধবার গভীর রাতে মটর সাইকেলযোগে সাইফুল ইসলাম রামকুষ্ণ পুর তিনরাস্তা মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মাদক বিক্রেতারা তাকে ধরে ফেলে।
×