ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অনিক হত্যা: দাউদকান্দি থেকে দুই সহোদর গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৬, ২৬ জুন ২০১৮

অনিক হত্যা:  দাউদকান্দি থেকে দুই সহোদর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ চট্টগ্রামের আলোচিত আবু জাফর অনিক হত্যা মামলার আসামী দুই সহোদর শোভন(২৪) ও ইমন(১৬) কে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মারুকা ইউনিয়নের মনগুড় গ্রামের আজম মিয়ার বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওসি(তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, চট্টগ্রাম সিএমপি’র চকবাজার থানার অনিক হত্যা মামলার এজাহারনামীয় আসামী দামপাড়া ১নং গলির সজিব মিয়ার ছেলে শোভন ও ইমনকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের পর হতে গ্রেফতারকৃত দুইভাই দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিলো।
×