ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্থ কেলেঙ্কারি

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৫:০৭, ২৩ জুন ২০১৮

 নেতানিয়াহুর স্ত্রীর  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা প্রতারণার মাধ্যমে এক লাখ ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করেছেন। ইসরাইলি বিচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, এটি একটি গুরুতর অভিযোগ। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। সারাকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সাবেক উপমহাপরিচালকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর প্রতারণার পাশাপাশি বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, সারা নেতানিয়াহু এবং ওই কর্মকর্তা প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে ক্যাটারিং সার্ভিসের নামে প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। সারা নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জেরুজালেম জেলা এ্যাটর্নি দফতর বলেছে, মামলার সব তথ্যপ্রমাণ ও পারিপার্শ্বিকতা যাচাই-বাছাই করেই সারা ও প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তাকে অভিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
×