ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ খাতে শতভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৫:৪২, ২১ জুন ২০১৮

৫ খাতে শতভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক ধারায় শেষ হয়েছে লেনদেন। আর এই ইতিবাচক ধারায় বুধবারে ৫ খাতে শেয়ারের চাঙ্গা ভাব বিরাজ করছে। খাতগুলো হলোÑ সিরামিক খাত, আইটি খাত, সেবা ও আবাসন খাত, টেলিকমিনেকেশন খাত এবং ভ্রমণ ও অবকাশ খাত। এদিন খাতগুলো শতভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দেখা যায়, সিরামিক খাতে থাকা ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে মুন্নু সিরামিকের। কোম্পানির শেয়ার দর ২০.২০ টাকা বেড়েছে। এমনকি কোম্পানিটি দর বৃদ্ধি বা টপটের গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এ খাতে দর বাড়ার অন্যান্য কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ১৩ টাকা, ফু-ওয়াং ফুডের ১ টাকা, আরএকে সিরামিকের ১ টাকা এবং শাইনপুকুর সিরামিকের ০.১০ টাকা দর বেড়েছে। এ দিকে আইটি খাতের ৮ কোম্পানির মধ্যে আমরা নেটওর্য়াক বাদে সব কোম্পানির শেয়ার দর চাঙ্গাভাব দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটিসির। কোম্পানির শেয়ার দর ০.৮০ টাকা বেড়েছে। এ খাতে দর বাড়ার অন্য কোম্পানির মধ্যে আমরা টেকনোলজির ০.৫০ টাকা, অগ্নি সিস্টেমসের ০.১০ টাকা, বিডিকম অনলাইনের ০.৩০ টাকা, ড্যাফোডিল কম্পিউটারের ০.২০ টাকা, ইনটেক অনলাইনের ০.৩০ টাকা, ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াকের ০.৩০ টাকা দর বেড়েছে। সেবা ও আবাসন খাতের ৪ কোম্পানির মধ্যে শমরিতা হাতপাতাল ছাড়া সব কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সামিট পাওয়ারের। কোম্পানির শেয়ার দর ১.১০ টাকা বেড়েছে। এ খাতের অন্যান্য কোম্পানির মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ০.৩০ টাকা এবং সামিট এ্যালায়েন্স পোর্টের ০.৯০ টাকা শেয়ার দর বেড়েছে। টেলিকমিনেকেশন খাতের ২ কোম্পানির মধ্যে গ্রামীণফোনের বেড়েছে ৩.৩০ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২.১০ টাকা শেয়ার দর বেড়েছে। অন্যদিকে, ভ্রমণ ও অবকাশ খাতে থাকা ৪ কোম্পানির মধ্যে ইউনিক হোটেলের ১.২০ টাকা, পেনিনসুলা চিটাগাংয়ের ১ টাকা, ইউনাইটেড এয়ারের ০.১০ টাকা শেয়ার দর বেড়েছে। এছাড়া এ খাতের বিডি সার্ভিসের শেয়ার লেনদেন প্রায় অনেকদিন ধরে বন্ধ রয়েছে।
×