ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবিহা রহমান

ছোটদের ঈদ পোশাক

প্রকাশিত: ০৭:৩০, ১ জুন ২০১৮

ছোটদের ঈদ পোশাক

ঈদের আনন্দ সবচেয়ে বেশি চুয়ে যায় ছোটদেরই। শিশুদের জন্য ঈদের বাজারে উঠেছে বৈচিত্র্যময় পোশাক। মেয়ে শিশুদের জন্য ঘের দেওয়া লম্বা কামিজ যেমন চলছে, তেমনি ছেলে শিশুদের পাঞ্জাবিতে লাইন কাটের ব্যবহার বেশি। শিশুরা সারাদিন জমকালো পোশাক পরে থাকতে পারে না। সেজন্য সুতি, ডেনিম বা জিনসের প্যান্ট, খাটো হাতার শার্ট ও ফতুয়া দেওয়া যেতে পারে। এবার মেয়ে শিশুদের জন্য পার্টি ফ্রক, ঘাগড়া চোলি ও লেগিংসের চাহিদা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি সালোয়ার-কামিজও পরতে পারে এবারের ঈদে। কাতান, টিস্যু, মসলিন ও সার্টিনের ব্যবহার ভাল লাগবে পার্টি পোশাকে। এছাড়া সুতির কাপড় তো রয়েছেই। বড়দের মতোই ছোটদের পোশাকের নকশায় প্রাধান্য পাচ্ছে কারচুপি, এমব্রয়ডারিসহ হাতের কাজ। এছাড়া রয়েছে সিল্ক, মসলিন কাপড়ের পার্টি পোশাক। বাচ্চাদের জন্য বরাবরের মতো এবারও বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল রং। আড়ং, রঙ, নিত্য উপহার, মেঘ, বরণ, যাত্রাসহ ছোট-বড় সব ফ্যাশন হাউস ঈদকে সামনে রেখে তাদের নিজেদের ডিজাইন মেলে ধরেছে শিশুদের রং-বেরঙের পোশাক দিয়ে। ছেলে শিশুদের জন্য প্রচলিত চেক ডিজাইনের টি-শার্টের পাশাপাশি বিভিন্ন রং ডিজাইনের টি-শার্ট বিক্রি হচ্ছে শোরুমগুলোতে। গরমে শিশুদের প্রশান্তির কথা ভেবে গেঞ্জি কাপড়ের টপ, টি-শার্ট, প্যান্ট এনেছে বিভিন্ন ব্যান্ড। মেয়ে শিশুদের জন্য সুতির টু-পিস, থ্রি-পিস, ফ্রকের বড় সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো মেয়েদের আনারকলি, একটু ঘের দেয়া লম্বা কামিজ যেমন চলবে, তেমনি ছেলেশিশুদের পাঞ্জাবিতে এ লাইন কাটের ব্যবহার বেশি এবার। তবে ছেলেদের বিশেষ আয়োজনে রয়েছে জিন্স, টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। ঈদটা হবে খানিকটা গরমেই। তাই এ সময় দরকার আরামদায়ক পোশাক। গরমকে বিবেচনা করে হাতাসহ ও হাতা কাটা দুই ধরনের পোশাকই থাকছে। ছেলেমেয়ে উভয়ের জন্য থাকবে থ্রি-কোয়ার্টার প্যান্ট। দাওয়াতে যাওয়ার সময় বেছে নিতে পারেন জমকালো সিল্ক, এ্যান্ডির পাঞ্জাবি। গরমের কারণে হাল্কা সুতি কাপড়ের প্রাধান্য বেশি থাকলেও জমকালো পোশাকগুলোতে থাকছে কাতান, টিস্যু, মসলিন ও সার্টিন কাপড়ের ব্যবহার। ডিজাইনেও রয়েছে ভিন্নতা। আর বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও গাঢ় উজ্জ্বল রঙের প্রতি বেশি প্রাধান্য দেয়া হয়েছে। সাইজ আর রঙের ভিন্নতা অনুসারে এসব পোশাকে রয়েছে বেশ হেরফের। কেউ চাইলেই রাজধানীর নিউমার্কেট, মৌচাক, টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, বেইলি রোড, সুবাস্তু টাওয়ার, কর্ণফুলী মার্কেট, আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা ও গাউছিয়া মার্কেটের বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন শিশুদের বাহারি পোশাক।
×