ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবিরোধী মতবিনিময়

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ মে ২০১৮

দুর্নীতিবিরোধী মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ মে ॥ ‘দুর্নীতি করবো না, মানবো না, সইবো না, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুর্নীতি দমন কমিশন, দুদক-এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তসলিম উদ্দীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ ও দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক বেনজীর আহমেদ। বাল্যবিয়ে রোধে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ মে ॥ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও সরোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ওসি সহিদ উল্যাহ, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, একেএম নুরুল হক তালুকদার, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ।
×