ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:১৫, ৩০ মে ২০১৮

মাদারীপুরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে গৃহকর্মী শান্তা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মহদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের পৌর এলাকার উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী কালকিনির উত্তর রাজদী এলাকার হাসিনা বেগমের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, প্রায় এক বছর আগে সদর উপজেলার উকিলপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেন তার ভাড়া বাসায় গৃহকর্মী হিসেবে শান্তাকে নিয়ে আসেন। শান্তার বাবার হদিস না থাকায় মায়ের পরিচয়ে সে কামাল হোসেনের বাসায় কাজ করত। কয়েক মাস আগে শান্তার মা একটি বিয়ে করেন। এরপর থেকেই শান্তা আর মায়ের বাড়ি ফিরে না গিয়ে কামাল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে থেকে যায়। কামাল হোসেন বলেন, ‘আমি সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেড় হয়েছিলাম। কিছুক্ষণ পরেই শুনি আমার বাসার গৃহকর্মী শান্তা আত্মহত্যা করেছে। এটা শুনেই আমি দ্রুত বাসায় চলে আসি। আমি আর আমার স্ত্রী যখন কাজে বের হই তখন আমার বাসায় শান্তা ছাড়া কেউ ছিল না। শান্তার মা একটি নতুন বিয়ে করেছেন। এ খবর শোনার পর থেকেই শান্তা হতাশাগ্রস্ত ছিলো। এই কারণেই হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।’ মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক শ্যামলেন্দু ঘোষ বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসি। স্থানীয়দের সহযোগিতায় চার তলা ভবনের একটি কক্ষের দরজা ভেঙ্গে আমার ভিতরে ঢুকে দেখি একটি মেয়ে তার পড়নে ওড়না গলায় পেঁচিয়ে একটি ফ্যানের সাথে ঝুলে আছে। আমরা লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না এটা আত্মহত্যা না হত্যা। ’
×