ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিত: ০২:২৫, ৩০ মে ২০১৮

রাজশাহীতে  শিশু বলাৎকারের অভিযোগে  শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম জুয়েল আহমেদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর এলাকার লতিফুর রহমানের ছেলে। জুয়েল আহমেদ রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, দুই বছর আগে শাহীন ক্যাডেট স্কুলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ নেয় জুয়েল। বুধবার সকাল ৯ টার দিকে জুয়েল কোচিং সেন্টারে আসা এক শিশুকে তার রুমে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে কোচিং সেন্টার থেকে ওই শিক্ষককে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
×