ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে পিতার সঙ্গে প্রতারণার দায়ে পুত্র গ্রেফতার

প্রকাশিত: ২২:০০, ৩০ মে ২০১৮

কালকিনিতে পিতার সঙ্গে প্রতারণার দায়ে পুত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে পিতার সঙ্গে প্রতারণার দায়ে আবদুল ছত্তার-(৪৮) নামের এক প্রতারক পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোপালপুর এলাকার ধজী গ্রামের আজাহার মাতুব্বরের ছেলে। আজ বুধবার ভোরে নিজ বাড়ি থেকে ওই পুত্রকে গ্রেফতার করা হয়। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, আবদুল ছত্তার গত ২০১৫ইং সালের সেপ্টেম্বরে প্রতারণার আশ্রায় নিয়ে অন্য এক ব্যক্তিকে ভূয়া পিতা সাজিয়ে ১একর ৫৫শতাংশ জমি তার নিজ নামে দলিল কার্যক্রম সম্পন্ন করেন। এ বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে প্রতারক পুত্র ছত্তারের বিরুদ্ধে তার পিতা মোঃ আজাহার মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ তাকে গেপ্তার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ছত্তারের বিরুদ্ধে তার পিতা আজাহার মাতুব্বর কোর্টে মামলা দায়ের করেলে তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়।
×