ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে জামদানি পল্লী

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ মে ২০১৮

জমে উঠেছে জামদানি পল্লী

নানা রংয়ের নিত্য নতুন ডিজাইনের ঐতিহ্যবাহী জামদানি বুনছেন নারায়ণগঞ্জের জামদানি পল্লীর তাঁতীরা। এবারের ঈদে ৫ কোটি টাকার বেচাকেনার প্রত্যাশা তাদের। তবে, ভারতের নিম্নমানের শাড়ির প্রভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কারখানা মালিকদের। অবশ্য, জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীতে পুরোদমে চলছে শাড়ি বুননের কাজ। প্রতিটি কারখানায় রাত-দিন কাজ করছেন জামদানি কারিগররা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রংয়ের নিত্য নতুন ডিজাইনের জামদানি বুনছেন তারা। তবে জামদানি কারিগরদের অভিযোগ, ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না তারা। ভারতের নিম্নমানের শাড়ির প্রভাবে হাতে-বুনা দেশের ঐতিহ্যবাহী জামদানির ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কারখানা মালিকদের। এ শিল্প রক্ষায় সরকারী পৃষ্ঠপোষকতার দাবি জানান তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×