ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ ওপেনে মাকারোভা-সিতলিনার জয়

প্রকাশিত: ০৪:২২, ২৮ মে ২০১৮

ফ্রেঞ্চ ওপেনে মাকারোভা-সিতলিনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করলেন একাটেরিনা মাকারোভা, বারবোরা স্ট্রাইকোভা, এলিনা সিতলিনা এবং স্লোয়ানে স্টিফেন্স। পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন গায়েল মনফিলস এবং গ্রিগর দিমিত্রোভ। টুর্নামেন্টের প্রথমদিনে রাশিয়ার একাটেরিনা মাকারোভা খুব সহজেই পরাজিত করেন জেং সাইসাইকে। এদিন তিনি ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন চাইনিজ প্রতিপক্ষকে। ফ্রেঞ্চ ওপেনের ২৬তম বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা কঠিন লড়াইয়ের পর ১-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন জাপানের কুরুমি নারাকে। দুর্দান্ত শুরু করেছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সও। রবিবার প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেন হল্যান্ডের এরাক্সা রাশকে। গত বছর ইউএস ওপেনের ফাইনালে স্বদেশী মেডিসন কেইসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর টেনিস কোর্টে দারুণ সময় পার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিভাবান খেলোয়াড়। প্যারিসে যাওয়ার আগেও মায়ামি ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন স্লোয়ানে স্টিফেন্স। শুধু তাই নয়, প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও ফেরেন আমেরিকান তারকা। ফেবারিট হিসেবে কোর্টে নেমে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন তিনি। ২৫ বছর বয়সী এই টেনিস তারকা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন পোল্যান্ডের বাছাই মাগদালেনা ফ্রেচ অথবা রামিয়ার একাটেরিনা আলেক্সান্দ্রোভার। উভয় খেলোয়াড়ই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের অবস্থান একশ’র বাহিরে। তবে স্লোয়ানে স্টিফেন্স ছাড়াও ফ্রেঞ্চ ওপেনে এবার ফেবারিটের তকমাটা গায়ে মাখা এলিনা সিতলিনার। সর্বশেষ ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেই কোর্টে নামেন তিনি। রবিবার প্রথমপর্বের ম্যাচেও প্রত্যাশিত জয়ের স্বাদ পেয়েছেন ইউক্রেনের চতুর্থ বাছাই। এদিন তিনি ৭-৫ এবং ৬-৩ গেমে হারান এজলা তোমলজানোভিচকে। দীর্ঘদিন পর ফ্রেঞ্চ ওপেন দিয়ে মিশন শুরু করছেন সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং মারিয়া শারাপোভার মতো তারকারা। পুরুষ এককেও এবার হট ফেবারিট রাফায়েল নাদাল। ইতোমধ্যেই ১০ বার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি।
×