ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০১:২৯, ২৪ মে ২০১৮

শিক্ষকের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার সদর উপজেলার দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শহিদ বাবু। অভিযোগে বলা হয়, দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণকালে বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে নেওয়ার সময় দেখতে পেয়েছেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন সহকারি শিক্ষক মো: আখতার হোসেন বিভিন্ন সময় বিদ্যালয়ের তহবিল হতে নিয়ম বহির্ভূতভাবে ২৬ লাখ ৭০ হাজার ৭০ টাকা উত্তোলন করেছেন এবং সেই টাকা তিনি কি কাজের জন্য উত্তোলন করেছেন তার সঠিক কোন কারণ বা হিসাব-নিকাশ প্রদান করেননি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো: আখতার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি যা কিছু করেছি বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির নির্দেশে করেছি। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে।
×