ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাইট শেয়ার ছাড়বে ড্রাগন সোয়েটার

প্রকাশিত: ০৪:০৬, ২৪ মে ২০১৮

রাইট শেয়ার ছাড়বে ড্রাগন সোয়েটার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ দিকে রাইট শেয়ার ঘোষণার দিনে কোম্পানিটি দরপতনের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং ৩ আর: ২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টা রাইটের জন্য আবেদন করা যাবে। মূলত রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি তার পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে। পাশাপাশি কোম্পানির চলমান প্রকল্পটির সম্প্রসারণ করবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৮৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা উত্তোলন করবে। আর এর জন্য কোম্পানিটির ৮ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ার ইস্যু করতে হবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পর রাইট শেয়ার ইস্যু করতে পারবে কোম্পানিটি। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ১৩২ কোটি ২৫ লাখ টাকা। এ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। কোম্পানির মোট শেয়ার রয়েছে ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার।
×